আপনার জন্য রইল একটি ধাঁধা। উপরের ছবিটি দেখুন। আর ১ মিনিটের মধ্যে বলুন মেয়েটির শরীরের বাকি অংশ কোথায়? কোনও চিটিং চলবে না কিন্তু!না, ফটোশপ ভাবারও কোনও কারণ নেই। অনেকেই যদিও ভাবছেন ছবিটি ফটোশপ করা। কিন্তু না। সম্পূর্ণ সাধারণ এই ছবিটিই একটি অপটিক্যাল ইলিউশানের সৃষ্টি করেছে। সহজ ভাষায় বললে দৃষ্টিভ্রম।নিজের মেয়ের এই ছবিটি রেডিট-এ শেয়ার করেছেন জনৈক নেটিজেন। ছবিটি দিয়ে তিনি লিখেছেন, 'আমার মেয়ে, ওর বাকিটা কোথায়? ওহ, দেখতে পেয়েছি, আপনি পেলেন?'ছবিতে দেখা যাচ্ছে গোলাপি জামা পরা একটি মেয়েকে। তার শরীরের অর্ধেকটাই নেই! কোনও পার্কে সে বসে আছে।দেখুন সেই পোস্ট। এবার আসল রহস্যটা ফাঁস করা যাক!এতক্ষণেও যদি খুঁজে পেয়ে না থাকেন, তবে এবার বলেই দিই এর পেছনে আসল রহস্য। আসলে মেয়েটি একটি নিচু রাস্তায় বসে বা দাঁড়িয়ে আছে। আর ছবিটি যেখান থেকে তোলা হয়েছে, সেটি উঁচু করা ঘাসজমি। ভাল করে যদি এবার লক্ষ করেন, তাহলেই বুঝতে পারবেন।আশা করি এবার বুঝতে পেরেছেন এই ছবির পেছনে আসল রহস্য কী? ব্যাখ্যা করার আগেই কি আপনি ধরে ফেলেছিলেন? সেক্ষেত্রে অভিনন্দন। আপনার পুরো বিষয়টি ধরতে কতক্ষণ লাগল কমেন্টে তা জানাতে ভুলবেন না!