BJP MP Tejasvi Surya marries Sivasri: সবাইকে চমকে দিলেন তেজস্বী সূর্য! জনপ্রিয় গায়িকার সঙ্গে চুপিসারে বিয়ে BJP সাংসদের Updated: 06 Mar 2025, 02:18 PM IST Abhijit Chowdhury বিয়ে করলেন বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তথা বিজেপি যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য। তাঁর স্ত্রী একজন নাম করা সঙ্গীতশিল্পী। এদিকে খুব চুপিসারে এই বিয়ে করায় মিডিয়ার কানে আগাম কোনও খবর পৌঁছায়নি।