অস্ট্রেলিয়ার সেনেটে শপথ গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত ব্যারিস্টার বরুণ ঘোষ। আর তা তিনি করলেন গীতার ওপর হাত রেখে। আর এরই সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত বরুণ ইতিহাস গড়লেন অজিভূমে। এই প্রথম ভারতে জন্ম নেওয়া কোনও অজি সংসদসদস্য সেদেশে গীতার ওপরে হাত রেখে শপথগ্রহণ করলেন।