বাংলা নিউজ > ছবিঘর > বাংলার মুখ > Sagardighi 50 years Trend broken by Congress: ১৯৭২ সালের পর ২০২৩, দীর্ঘ পাঁচ দশক পর ফের একবার কংগ্রেসের দখলে সাগরদিঘি
Sagardighi 50 years Trend broken by Congress: ১৯৭২ সালের পর ২০২৩, দীর্ঘ পাঁচ দশক পর ফের একবার কংগ্রেসের দখলে সাগরদিঘি
১৯৭২ সালে শেষবার কংগ্রেস জিতেছিল সাগরদিঘির আসনে। ১৯৭৭ সাল থেকে এই আসনে দাঁত ফোটাতে পারেনি তারা। তবে এবার বামেদের সমর্থনে শাসকদল তৃণমূলকে হারিয়ে বাংলার রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করল হাত শিবির। বিগত দিনে উপনির্বাচন মানেই তৃণমূলের জয় ধরে নেওয়া হত। তবে সেই প্রথা ভেঙে তৃণমূলের জেতা আসন ছিনিয়ে নিল কংগ্রেস।