সিঙ্গুরে জমি আন্দোলনের সময় ২৫ দিন অভুক্ত থেকে ২৬তম দিনে অনশন ভেঙেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি ছিলেন বিরোধী আসনে। আজ তিনি শাসকের গদিতে। আর তাঁর সেই 'রেকর্ড' আজ ভেঙে গেল কিছু সরকারি কর্মীদের জেদের কাছে। আজ সরকারি কর্মীদের অনশনের ২৭তম দিন। অসুস্থতার মাঝেও অনশন জারি রেখেছেন ভাস্কর ঘোষরা।