মার্চে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে। ধর্মঘট নিয়ে জট কাটাতে যে বৈঠক ডাকা হয়েছিল, সেটাও ব্যর্থ হয়েছে। সেই পরিস্থিতিতে ধর্মঘট কার্যত অবশ্যম্ভাবী হয়ে উঠল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে? তা দেখে নিন।