WB Govt Employees info leaked: ভোটের মাঝে 'দুঃসংবাদ' বাংলার সরকারি কর্মীর জন্য, এই কারণে কপালে পড়েছে চিন্তার ভাঁজ Updated: 01 May 2024, 07:27 AM IST Abhijit Chowdhury লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে আরও বেশ কয়েকদিন আগেই। ইতিমধ্যেই রাজ্যের ৬টি আসনে ভোটগ্রহণও সম্পন্ন হয়েছে। তাতে নিজেদের কর্তব্য পালন করেছে হাজার হাজার সরকারি কর্মী। তবে নির্বাচনের মাঝেই রাজ্যের সরারি কর্মীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।