Ayurvedic herbs for Joint Pain: ওষুধ ছাড়াই শুধু এই গাছ গাছালির ভেষজ গুণে সারতে পারে ব্যথা, বেদনা! Updated: 04 Jun 2022, 09:14 PM IST Sritama Mitra ব্যথা বেদনা নিয়ে সমস্যা প্রায় সব বাড়িতেই কারোর না কারোর লেগে থাকে। এই সমস্যা থেকে রেহাই পেতে বহু পথ্যের সহায়তা নিয়েও লাভের লাভ হয়না অনেক সময়। দেখে নেওয়া যাক ঘরোয়া আয়ুর্বেদিক উপায়ে এই সমস্যা কীভাবে মেটানো যায়?