Jeff Bezos Charity: সম্প্রতি সিএনএন কে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি জানান, মূলত জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্দেশ্যেই এই অনুদান দিতে চান। এই পদক্ষেপের মাধ্যমে জেফ বেজোস এমন মানুষদের পাশে দাঁড়াতে চান, যাঁরা গভীর সামাজিক ও রাজনৈতিক বিভাজনের যুগেও মানবিকতার সুতোয় সকলকে বাঁধতে পারেন।