GST বাকি, কংগ্রেস রাজ্যে Adani Wilmar-এর কারখানা-অফিসে হাজির আবগারি কর্তারা
Updated: 09 Feb 2023, 07:17 PM ISTপ্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সম্ভবত সংস্থার বিরুদ্ধে বহুদিন ধরে পণ্য ও পরিষেবা কর(GST) জমা না করার অভিযোগ রয়েছে। সেই কারণেই আধিকারিকরা দফতরে পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা সংস্থার হিসাবের নথি এবং মালপত্র খতিয়ে দেখছেন।
পরবর্তী ফটো গ্যালারি