Adani Share Drop details: একদিনেই 'হাওয়া' ৪৫ বিলিয়ন ডলার, হিন্ডেনবার্গের পরও এত পড়েনি আদানির শেয়ার!
Updated: 05 Jun 2024, 09:12 AM ISTসোমবার হু হু করে বেড়েছি আদানি গোষ্ঠীর শেয়ারের দাম। এর আগে শুক্রবারও আদানি গোষ্ঠীর সব শেয়ারই ঊর্ধ্বমুখী ছিল। এই আবহে গৌতম আদানি ফের একবার ভারতের ধনীতম ব্যক্তি হয়েছিলেন। তবে মঙ্গলে আদানি গোষ্ঠীর সব শেয়ারেই বিশাল ধস নামে। এত বড় ধস হিন্ডেনবার্গ কাণ্ডের পরও নামেনি।
পরবর্তী ফটো গ্যালারি