Government Employee Pension Latest Update: হবে বড় ঘোষণা, ডিএ-র দাবি না মানলেও নয়া ছকে কর্মীদের মন খুশি করার ছক সরকারের Updated: 11 Jul 2024, 07:17 AM IST Abhijit Chowdhury বিগত কয়েক বছর ধরেই কোভিডকালের বকেয়া ১৮ মাসের ডিএ মেটানোর দাবিতে সরব কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এরই সঙ্গে এনপিএস-এর বদলে ওপিএস কার্যকর করার দাবিও তুলেছেন তাঁরা। এই আবহে বাজেটে সরকারের তরফ থেকে নয়া ছক কষা হতে পারে কর্মীদের মন খুশি করার জন্যে।