7th Pay Commission Dearness Allowance: জানুয়ারিতে রাজ্য ডিএ বাড়াবে, এরপর বাজেটেও থাকবে 'চমক', ৪ কিস্তিতে মিলবে বকেয়া Updated: 29 Nov 2024, 10:43 AM IST Abhijit Chowdhury কেন্দ্রীয় সরকার সেই কবেই ডিএ বাড়িয়েছে সরকারি কর্মীদের। আর তারপর একে একে বহু রাজ্য ডিএ বাড়িয়েছে। তবে বেশ কিছু রাজ্যে এখনও ডিএ বাড়ানো হয়নি। যেমন পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ। এই আবহে সেই সব রাজ্যের সরকারি কর্মীদের কপালে দুশ্চিন্তার কালো মেঘ।