DA Hike Latest Update: বাড়ছে সরকারি কর্মীদের 'ডিএ উদ্বেগ', পুজোর মাঝে সামনে এল হিসেব সংক্রান্ত রিপোর্ট Updated: 11 Oct 2024, 07:57 AM IST Abhijit Chowdhury ডিএ বাড়বে। তবে কতটা বাড়বে? কবে বাড়বে? এই নিয়ে প্রশ্ন উঁকি দিচ্ছে কয়েক লাখ সরকারি কর্মীর মনে। এই আবহে অর্থমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে ইতিমধ্যেই। একের পর এক ক্যাবিনেট বৈঠক হলেও মহার্ঘ ভাতা নিয়ে সরকার ঘোষণ করছে না। তবে এরই মাঝে সামনে এল নয়া রিপোর্ট।