6th Pay Commission DA Hike: 'সরকারি কর্মীদের ডিএ আরও বাড়বে', মমতার 'উপহার' ঘোষণার পর বড় মন্তব্য মন্ত্রী শশীর
Updated: 23 Dec 2023, 02:22 PM IST Abhijit Chowdhury 23 Dec 2023 sashi panja, shashi panja, dearness allowance, 6th pay commission, da hike, mamata banerjee, wb state government employees, শশী পাঁজা, মমতা বন্দ্যোপাধ্যায়, মহার্ঘ ভাতা, ডিএ বৃদ্ধি, ষষ্ঠ বেতন কমিশন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী, তৃণমূল কংগ্রেসকয়েকদিন আগেই নববর্ষের 'উপহার' হিসেবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাতে মোটেও সন্তুষ্ট নন ডিএ আন্দোলনকারী। এই আবহে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সরকারি কর্মীদের জানালেন, মহার্ঘ ভাতা আরও বাড়ানো হবে। তবে এর জন্য রয়েছে এক শর্ত।
পরবর্তী ফটো গ্যালারি