14 Patanjali Products' License Cancelled: বাতিল ১৪টি পতঞ্জলি পণ্যের লাইসেন্স, রামদেবের বিরুদ্ধে দায়ের ফৌজদারি মামলা Updated: 30 Apr 2024, 07:37 AM IST Abhijit Chowdhury পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার। জানা গিয়েছে, গত ১৫ এপ্রিলই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল পুষ্কর সিং ধামির সরকার। শুধু তাই নয়, পতঞ্জলি কর্তা রামদেব এবং বালকৃষ্ণের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অপরাধমূলক অভিযোগ।