
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভিড়ে ঠাসাঠাসি ট্রেন। সেই ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রী দাঁড়িয়ে আছেন গেটে। আর সেই যাত্রীদের লক্ষ্য করে প্লাটফর্মে থাকা হোস পাইপ দিয়ে জল ছেটাচ্ছেন এক তরুণ। প্লাটফর্মে দাঁড়িয়ে থেকে অনেকেই সেই ভিডিয়ো রেকর্ডিং করছেন। তরুণের এমন কাণ্ডের ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই তুমুল সমালোচনার ঝড় উঠেছে। শুধু তাই নয়, ট্রেনে থাকা যাত্রীরা এর প্রতিবাদ করলে তাদের উদ্দেশ্য পাল্টা মেজাজ হারান ওই তরুণ।
আরও পড়ুন: ট্রেনের দরজা বন্ধ থাকায় যাওয়া হল না কুম্ভে, ৫০ লাখ ক্ষতিপূরণ চেয়ে রেলকে চিঠি
সম্প্রতি ‘Hour-Cantaloupe7099’ নামে একটি রেডিট হ্যান্ডেল থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভাইরাল রেডিট পোস্টে দেখা যাচ্ছে যে, পিঠে ব্যাগ থাকা ওই তরুণ রেললাইনে থাকা হোস পাইপ খুলে নিচ্ছেন দ্রুততার সঙ্গে। তখন দূরপাল্লার ট্রেন যখন পাশ দিয়ে যাচ্ছিল তখন তরুণ সেই পাইপ ট্রেনের দিকে তাক করে জলের ধারা বইয়ে দেন। গেটে যাত্রীদের লক্ষ্য করে জল ছেটাচ্ছেন। আর তার ফলে যাত্রীরা ভিজে যাচ্ছে। তাতে ট্রেনে থাকা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করলে তাদেরকে উদ্দেশ্য করেও কিছু মন্তব্য করতে দেখা যাচ্ছে তরুণকে।
যদিও কোথায় ঘটনাটি ঘটেছে সে বিষয়টি স্পষ্ট নয়। ঘটনার সঠিক তারিখ এবং স্থান জানা যাচ্ছে না। ভিডিয়োতে থাকা ব্যক্তির পরিচয়ও জানা যায়নি। ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই তরুণের থেকে কিছুটা দূরেই আরও বেশ কয়েকজন যাত্রী রয়েছেন।এই ভিডিয়ো সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই ক্ষোভ প্রকাশ করে যাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
একজন লিখেছেন, ‘এই মানুষগুলির ভিতরে এত ঘৃণা কীভাবে আসে? এই মানসিকতা যে আমি যদি এটা না পাই, তাহলে অন্য কেউ পাবে না....। এটা দেখে খুব খারাপ লাগে।’ একজন আবার রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ‘আইন বা অন্য কিছুর জন্য কোনও ভয় নেই। আর আরপিএফ আসলে কোথায়?’ অন্যজন লিখেছেন, ‘আগে থেকেই হোলি খেলছে।’ আর একজন লিখেছেন, ‘ট্রেনে জায়গা পাওয়ার জন্য লড়াই এটা ছিল না। এটা অপ্রয়োজনীয় জলের অপচয়!’ আর একজন লেখেন, ’এই লোকগুলির আসল সমস্যাটা কী।’
উল্লেখ্য, এর আগে লখনউয়ের চারবাগ স্টেশনে রেল কর্মীদের প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীদের উপর ঠান্ডা জল ছিটিয়ে দেওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। ঘটনাটি ২০২৪ সালের ডিসেম্বরে শীতের সময় ঘটেছিল বলে জানা গিয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports