WHO, UN-এর সঙ্গে মিলে WHOmYOGA অ্যাপ তৈরি ভারতের, ব্যবহার করবেন কীভাবে? Updated: 21 Jun 2021, 09:28 AM IST Abhijit Chowdhury বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রাষ্ট্রসংঘের ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এম-যোগ অ্যাপ। এদিন অ্যাপটি লঞ্চ করেন প্রধানমন্ত্রী মোদী। যোগব্যায়ামের যাবতীয় নিয়মাবলী ও পরামর্শ মিলবে সেই অ্যাপে।