উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স লখনউতে অ্যাম্বারগ্রিস বা তিমি মাছের বমি উদ্ধার করল। সঙ্গে চার পাচারকারীর একটি দলকেও গ্রেফতার করা হয়েছে। এসটিএফ জানিয়েছে, যে একটি গ্যাংয়ের চার সদস্যকে ১০ কোটি টাকা মূল্যের ৪.১২ কেজি অ্যাম্বারগ্রিস সহ লখনউয়ের গোমতীনগর এক্সটেনশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন দামি এই বমি?