
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি গাড়ি বহরের এক অত্যন্ত দামী লিমুজিনে বিস্ফোরণ। এবং সেই বিস্ফোরণটি ঘটেছে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির সদর দফতরের খুবই কাছে। জানা গিয়েছে, বিস্ফোরণে আগুন ধরে যাওয়া অরাস সেনাট লিমুজিনটির দাম ২ লাখ ৭৫ হাজার পাউন্ড। এই গাড়িটি রুশ প্রেসিডেন্টের যাতায়তের জন্যে বরাদ্দ। ইউরোউইকলির রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত ২৯ মার্চ লুবিয়াঙ্কার কাছে অবস্থিত মস্কোর এফএসবি সদর দফতরের উত্তরের একটি রাস্তায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল। (আরও পড়ুন: 'হিন্দুদের ওপর ১০টি হামলা…', জয়শংকরের তোপের জবাব পাকিস্তানের, দিল অযাচিত জ্ঞান)
আরও পড়ুন: 'বাংলাদেশি সেনা প্রধানের বলেন...', প্রতিবেশী দেশ নিয়ে বড় দাবি ভারতের
সেই বিস্ফোরণের একটি কথিত ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। যার ফলে রুশ নেতাকে হত্যার চেষ্টার জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য আলোচনা চলছে। সেই আলোচনায় মধ্যস্থতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, আশেপাশের বিল্ডিং থেকে অনেকেই এসে সেই গাড়ির আগুন নেভাতে সহায়তা করছেন। গাড়ির ইঞ্জিন থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়। এরপর গাড়ির অন্যত্র সেই আগুন ছড়িয়ে পড়েছিল। এদিকে ঘটনার সময় গাড়িতে কে ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দ্য সান। (আরও পড়ুন: বড় পদক্ষেপ মায়ানমারের বিদ্রোহীদের, অপারেশন ব্রহ্মার জন্যে প্রস্তুত ভারতীয় সেনা)
আরও পড়ুন: কলকাতায় ছুটতে শুরু করল নতুন ২টি চিনা ডালিয়ান রেক, কোন রুটে চালু এই মেট্রো?
এদিকে খুবই সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছিলেন, 'পুতিনের আয়ু আর বেশি দিন নেই। খুব শীঘ্রই ওঁ মারা যাবে। আর এটা সত্য। আর যুদ্ধেরও শেষ হবে।' তাঁর এহেন মন্তব্যে জল্পনা শুরু হয়েছিল পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে। উল্লেখ্য, ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। মার্কিন মধ্যস্থতায় আপাতত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। তবে এরই মাঝে হামলা, পালটা হামলা জারি আছে। (আরও পড়ুন: তিন বন্ধুর সমকামী সম্পর্কে বাধা, স্ত্রীকে খুন স্বামীর, সাহায্য দুই পার্টনারের)
এদিকে পুতিনের শারীরিক অসুস্থতা নিয়েও আন্তর্জাতিক মিডিয়াতে নানা গুঞ্জন শোনা যায়। ২০২৩ সালের অক্টোবরে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের বেঁচে থাকা নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছিল। তবে ক্রেমলিন জানিয়ে দেয়, পুতিন একদম সুস্থ আছেন। এদিকে পুতিনের ‘বডি ডাবল’ ব্যবহার করা নিয়েও নানা গুঞ্জন শোনা যায়। তবে পুতিন নিজে দাবি করেছেন, নিরাপত্তার কারণে তাঁকে বডি ডাবল ব্যবহার করতে বলা হলেও তিনি তা করেন না।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports