ব্রিটিশ ঔপনিবেশিকতার চিহ্ন রয়েছে, এমন সমস্ত জায়গা, অঞ্চল, রাস্তা, ভবনের নাম পাল্টে দেওয়া হবে উত্তরাখণ্ডে। নিজের প্রশাসনকে এই বার্তা সাফ ভাষায় জানিয়ে দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। গুলামির প্রতীক রয়েছে এমন সব চিহ্ন উঠিয়ে দেওয়া হবে উত্তরাখণ্ডে বলে বার্তা দিয়েছেন তিনি। এতিনি এই ধরেনের প্রতীক কী কী রয়েছে, তার তালিকাও চেয়ে পাঠিয়েছেন বলে খবর।
উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশে বহু জায়গার নাম পরিবর্তন হয়। এবার ব্রিটিশ উপনিবেশিকতার চিহ্ন সরিয়ে দেওয়ার উদ্যোগে নিয়েছে উত্তরাখন্ড। এক সাক্ষাৎকারে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে যত ঔপনিবেশিকতার চিহ্ন রয়েছে, তা বদলে ফেলা হচ্ছে আর তা সরিয়ে ফেলা হচ্ছে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘ওই প্রতীকগুলির পরিবর্তন করা হচ্ছে। একইভাবে আমরা সমস্ত বিভাগকে জানিয়েছি যে, যেখানে এই ধরনের প্রতীক রয়েছে, সেগুলি সরিয়ে দিতে হবে। এগুলি সব বদলানো হবে। আর তার রিপের্ট চেয়ে পাঠিয়েছি।’
এর আগে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার মুঘল আমলের বিভিন্ন প্রতীককে সরিয়ে ফেলার উদ্যোগ নেয়। সেখানে মুঘল আমলের নানান নাম ও এলাকার নামকে সরিয়ে ফেলে নতুন নামকরণের পথে হাঁটে। পরিবর্তিত হয় বহু স্টেশনের নাম। সেই ইস্য়ুতে নানান বিতর্কও দানা বাঁধে। তবে এবার উত্তরাখণ্ডের বুকে এমন কিছু নামের পরিবর্তন আসন্ন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ জুড়ে এমন বহু জায়গা রয়েছে যেখানে ব্রিটিশ শাসনের নানান প্রতীক রয়েছে। তবে ধীরে ধীরে উত্তরাখণ্ডে সেই নামকরণ পাল্টে ফেলা হবে বলে জানিয়েছেন পুষ্কর সিং ধামি।