পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে যে ভাবে ব্যবহার করা হয়, তার বিরুদ্ধে গর্জে উঠল আমেরিকা। একই সঙ্গে চিন সব ধর্মের মানুষের সঙ্গে যেমন আচরণ করে, তা নিয়েও নিন্দায় সরব আমেরিকা।International Religious Freedom Alliance এদিন শুরু করেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা জোটবন্ধন সারা বিশ্বে যেখানেই সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এরা।যেভাবে ইরাকে ইয়াজদির বিরুদ্ধে ইরাকে অত্যাচার হচ্ছে, হিন্দুদের বিরুদ্ধে পাকিস্তানে, মুসলমানদের বিরুদ্ধে মায়ানমারে সেটিকে কড়া ভাষায় নিন্দা করেন পম্পেও।একই সঙ্গে ব্লাসফেমি অর্থাত্ ধর্মনিন্দা সম্পর্কিত আইন যেখানে আছে, সেটির বিরুদ্ধেও সরব হন পম্পেও। কোনও দেশের নাম না করলেও পাকিস্তানে প্রায়ই ব্লাসফেমি আইনের আওতায় হিন্দু, ক্রিশ্চান ও আহমাদি মুসলমানদের দোষী সাব্যস্ত করা হয়।এর আগে ২০১৯ সালেও পাকিস্তানে হিন্দুদের দুরবস্থা নিয়ে সরব হয়েছিলেন তিনি।