মার্কিন আদালতের রায়ের পরেই গণহারে সরকারি কর্মী ছাঁটাইয়ের নির্দেশ প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসের কর্মী ব্যবস্থাপনা দফতর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত সরকারি কর্মীর কাছে ইমেল গিয়েছিল। তাতে বলা হয়, এক সপ্তাহের কাজের হিসাব দু’দিনের মধ্যে জমা দিতে হবে কর্মীদের। তা করতে না পারলে ওই কর্মী ইস্তফা দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। ট্রাম্পের দফতরের এই নির্দেশ নিয়ে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার সরকারি কর্মচারীর মধ্যে। চাকরি নিয়ে তাঁরা অনিশ্চয়তায় ভুগছিলেন। কর্মী ব্যবস্থাপনা দফতরের ইমেল পাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি দফতরের প্রধানেরাই কর্মীদের জানান, আপাতত ওই ইমেলের জবাব দেওয়ার প্রয়োজন নেই। এরপর জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দফতর থেকে কয়েক হাজার শিক্ষানবিশ কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। (আরও পড়ুন: 'শুল্ক যুদ্ধ হোক বা অন্য কোনও যুদ্ধ, আমরা প্রস্তুত', ট্রাম্পকে হুঁশিয়ারি চিনের)
কিন্তু গত বৃহস্পতিবার ট্রাম্পদের এই গণছাঁটাইয়ের পরিকল্পনা রুখে দেয় মার্কিন আদালত। অবিলম্বে সংশ্লিষ্ট দফতরকে ছাঁটাইয়ের নির্দেশ প্রত্যাহার করতে বলেন সান ফ্রান্সিসকোর ফেডারেল বিচারক উইলিয়াম অ্যালসুপ। তিনি জানিয়েছিলেন, এ ভাবে কর্মীদের ছাঁটাইয়ের অধিকার নেই সংশ্লিষ্ট দফতরের। এ ভাবে কর্মীদের ছাঁটাই করা যায় না। এরপরেই মঙ্গলবার সরকারি ভাবে গণহারে সরকারি কর্মী ছাঁটাইয়ের নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মুহূর্তে সরকারি কর্মীদের বিষয়ে কোনও নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে না। (আরও পড়ুন: কানাডা দখল করতে ছক কষছেন ট্রাম্প, 'শুল্ক যুদ্ধের' আবহে বড় দাবি ট্রুডোর)
আরও পড়ুন: ইউনুসের ওপর আরও চটে যাওয়ার 'নতুন কারণ' পেলেন ট্রাম্প? ঢাকা বলছে...