বাংলাদেশে ক্রমেই বেড়ে চলেছে সন্ত্রাসবাদ। এই আবহে আমেরিকার কাছে 'মান-সম্মান হারাল' বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশে ভ্রমণ নিয়ে মার্কিন নাগরিকদের আগেও সতর্ক করেছিল ওয়াশিংটন ডিসি। সেই সতর্কতা বহাল আছে এখনও। এরই সঙ্গে সন্ত্রাসবাদ সংক্রান্ত সতর্কতা যোগ হয়েছে তাতে। (আরও পড়ুন: WAQF হিংসা নিয়ে মমতার সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে হুঙ্কার বিশ্ব হিন্দু পরিষদের)
আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু নেতার খুনে ইউনুসের সরকারকে কড়া ধমক 'মর্মাহত' ভারতের
১৮ এপ্রিল এক সতর্কতা জারি করে আমেরিকা জানিয়েছে, বাংলাদেশে ভ্রমেণের ক্ষেত্রে লেভেল থ্রি সতর্কতা জারি আছে। যার অর্থ, বাংলাদেশে ভ্রমণের আগে দু'বার ভেবে নিন। অর্থাৎ, সরাসরি বারণ না করলেও ভ্রমণের জন্যে মার্কিন নাগরিকদের চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশের সর্বত্র লেভেল থ্রি সতর্কতা জারি থাকলেও পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দারবন এলাকায় ভ্রমণের ক্ষেত্রে লেভেল ফোর সতর্কতা জারি করেছে আমেরিকা। অর্থাৎ, এখানে ভ্রমণ করতে সরাসরি বারণ করেছে আমেরিকা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, সন্ত্রাসবাদী কার্যকলাপ, অপহরণ এবং রাজনৈতিক অস্থিরতা চলছে। (আরও পড়ুন: ৫০ মিটার দূরে চলছে ওয়াকফ প্রতিবাদ, মন্দির পাহারায় ফুরফুরার পীরজাদা)
আরও পড়ুন: কানাডায় 'গ্যাং ওয়ারের' বলি ভারতীয় ছাত্রী, অঘোরে প্রাণ গেল বছর একুশের তরুণীর