ভোট পরবর্তী রাজনৈতিক সহিংসতার ঘটনা এখনও জারি রয়েছে ত্রিপুরা। হিংসা রুখতে রাজ্য প্রশাসন বারবার আশ্বাস দিলেও অশান্তি বজায় রয়েছে বিভিন্ন জায়গায়। এরই মধ্যে এবার তিপ্রা মোথার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল শাসকদল বিজেপি। দিল্লির নেতারা যতই তিপ্রা মোথার সঙ্গে জোট করতে চাক না কেন, তৃণমূল স্তরে দুই দলের কর্মী, সমর্থকদের মধ্যে তিক্ততা চরমে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন অংশ থেকে সহিংসতার ঘটনা ঘটেছে। কিছু ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকেও। বাম-কংগ্রেস সাংসদদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের গাড়িতে হামলার অভিযোগে কয়েকজনকে গ্রেফতারও করেছিল পুলিশ। এরই মধ্যে ত্রিপুরার অমপিনগরে বিজেপি কর্মীদের ওপরই হামলার অভিযোগ উঠেছে। এই ক্ষেত্রে অভিযোগের আঙুল তিপ্রা মোথার দিকে। (আরও পড়ুন: 'যদি বন্ধ করে দিই...', ডিএ আন্দোলনকে 'নাটক' আখ্যা দিয়ে বিস্ফোরক ফিরহাদ)