Installation in Aksai Chin: আকসাই চিনের মাটিতে নির্মাণকাজ শুরু চিনের! কতটা সুবিধা পাবে পিএলএ? তুঙ্গে জল্পনা Updated: 05 Jun 2023, 01:04 PM IST Sritama Mitra আকসাই চিন এলাকায় এত দ্রুততার সঙ্গে কেন চিন নির্মাণ কাজের দিকে ঝুঁকেছে, তা নিয়ে রয়েছে বহু ধরনের প্রশ্ন। রয়েছে নানান জল্পনা। রিপোর্ট বলছে, ‘কারণ যাই থাকুক’ চিন আকসাই চিনের মধ্যে নির্মাণ কাজ বাড়িয়ে চলেছে।