পিক্সি কার্টিসের প্রতি মাসে আয় ১ লাখ ৩৩ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকারও বেশি। সম্প্রতি পিক্সি কার্টিস জানিয়েছে, সে তার ১২তম জন্মদিনে নিজের চাকরিজীবন থেকে অবসর গ্রহণ করতে চায়।
১২ বছরের পিক্সি ব্যবসা ছেড়ে মন দেবে পড়াশোনায়
১২ বছর বয়সী কোটিপতি পিক্সি সম্প্রতি বন্ধুদের নিয়ে জন্মদিনের পার্টিতে মাতলেন। কেবল জন্মদিনই নয়, অবসরও উদযাপন করলেন একই সাথে। অস্ট্রেলিয়ান মেয়েটির নাম পিক্সি কার্টিস। কিন্তু জন্মদিনের দিনেই অবসরের সিদ্ধান্ত কেন? সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন বলছে, এবার লেখাপড়ায় মন দিতে চায় পিক্সি। তার ব্যবসা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সে। স্কুলে যাওয়ার জন্যেও প্রস্তুত কার্টিস।
ভাবতে অবাক লাগলেও সত্যি, কার্টিস ছোটদের খেলনা কোম্পানি Pixie’s Fidgets-এর সিইও। কার্টিসের জন্মদিনের পার্টিতে দেখা যাচ্ছে গুডি ব্যাগ হাতে সে দাঁড়িয়ে। তার জন্মদিনের পার্টিতে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় সেই ব্যাগ। ব্যাগে ছিল ত্বক পরিচর্যার প্রসাধনী, যেগুলির মূল্য ৫০ মার্কিন ডলারের বেশি, ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৪১১২ টাকা।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিক্সি কার্টিসের প্রতি মাসে আয় ১ লাখ ৩৩ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকারও বেশি। সম্প্রতি পিক্সি কার্টিস জানিয়েছে, সে তার ১২তম জন্মদিনে নিজের চাকরিজীবন থেকে অবসর গ্রহণ করতে চায়। কিন্তু অবসরের সিদ্ধান্ত কার্টিসের নয়, এর পেছনে রয়েছে তার মায়ের ভাবনা চিন্তা। রক্সি জেকেনকো তার মেয়েকে ১২তম জন্মদিনে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, যাতে পিক্সি তার পড়ালেখায় আরও বেশি সময় দিতে পারে।