আফগানিস্তানে পাকিস্তানের কার্যকলাপের উপর নজরদারি চালাচ্ছে ভারত ও আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এমনই জানালেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রীংলা। উল্লেখ্য, ১৫ অগস্টের পর থেকে খুব দ্রুত পরিস্থিতির বদল হয়েছে। মার্কিন সেনারাও দেশে ফিরে গিয়েছে। এই অবস্থায় আফগানিস্তানে তালিবান সরকার গঠনের লক্ষ্যে কাবুলে পৌঁছেছেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান। আইএসআই প্রধানের কাবুল যাত্রার একদিন আগেই শ্রীংলা জানান, পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে ভারত ও আমেরিকা।পাশাপাশি শ্রীংলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'পাকিস্তান হল আফগানিস্তানের প্রতিবেশী দেশ। তারা তালিবানকে সমর্থন করেছে। অনেক ক্ষেত্রে পাকিস্তান তাদের সাহায্য করেছে। তবে তালিবানের সঙ্গে আমাদের সম্পর্ক সীমাবদ্ধ। এমনটা নয় যে আমাদের মধ্যে গভীরে গিয়ে কোনও কথাবার্তা হয়েছে। তবু এখনও পর্যন্ত যেটুকু আলোচনা হয়েছে, তাতে তালিবান ইঙ্গিত দিয়েছে যে তারা যুক্তিসঙ্গত ভাবে আমাদের উদ্বেগের বিষয়টি বিচার-বিবেচনা করবে।'সাংবাদিকদের শ্রীংলা আরও বলেন, 'আমাদের মতো আমেরিকাও খুব ভালো করে খেয়াল রাখছে আফগানিস্তানের পরিস্থিতির উপর। পাকিস্তান এখন কী করে, সে বিষয়ে কড়া নজরদারি চালাতে হবে। বর্তমানে অপেক্ষা করা আর নজর রাখার নীতি গ্রহণ করেছে ভারত। একই নীতি নিয়েছে আমেরিকা। কিন্তু তার মানে এই নয় যে কিছু করা হবে না। প্রাথমিক স্তরে অবস্থা যে কোনও মুহূর্তে বদলাতে পারে। তাই এখন কী কী পরিবর্তন হচ্ছে, সেদিকে খেয়াল রাখা দরকার। জনসমক্ষে তালিবানের দেওয়া প্রতিশ্রুতি সত্যি সত্যি মানা হচ্ছে কি না আর কী ভাবে তা কার্যকর করা হচ্ছে, সেটা দেখতে হবে।'