বাংলা নিউজ > ঘরে বাইরে > Justice Gangopadhyay vs Justice Sen: এখন কোনও শুনানি নয় বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সেনের বেঞ্চে, বলল SC

Justice Gangopadhyay vs Justice Sen: এখন কোনও শুনানি নয় বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সেনের বেঞ্চে, বলল SC

বিচারপতি সেন এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সৌমেন সেন - কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত নিয়ে শুনানি হল সুপ্রিম কোর্টে। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে ভরতির ক্ষেত্রে অনিয়মের মামলা নিয়ে সেই সংঘাত শুরু হয়েছে।

কলকাতা হাইকোর্টের দুই বেঞ্চের সংঘাত নিয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চাইল না সুপ্রিম কোর্ট। ছুটির দিনে সংক্ষিপ্ত শুনানিতে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করা হচ্ছে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতির ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় যে সিবিআই তদন্তের নির্দেশ দেন, তাতেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী সোমবার ফের সংঘাতের মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

শনিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, তড়িঘড়ি করে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকার এবং মূল মামলকারীকে নোটিশ জারি করছে সুপ্রিম কোর্ট। সোমবার ফের মামলার শুনানি হবে। যতদিন না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে, ততদিন পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতির ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র মামলার কোনও শুনানি হবে না বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে। তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে কোনও সিদ্ধান্ত নিতে চাই না। কখনও কখনও অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়। তবে সোমবার পর্যন্ত অপেক্ষা করা যাক।’

আর প্রধান বিচারপতির সেই মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের আইনজীবী তথা সলিসিটির জেনারেল তুষার মেহতা বলেন, ‘হ্যাঁ, এটা ফাঁসি বা বাড়ি ভেঙে দেওয়ার মতো বিষয় নয়।’ সেইসঙ্গে তিনি দাবি করেন, কোনওরকম আবেদনের কপি বা নির্দেশের কপি ছাড়াই ডিভিশন বেঞ্চ যেভাবে নির্দেশ জারি করেছে, তাতে তিনি উদ্বিগ্ন। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায় বা বিচারপতি সেনের মধ্যে কোনও একজনের পক্ষ নিচ্ছেন না। কারও হয়ে বলছেন না। কিন্তু যেভাবে বিচারপতি সেনের বেঞ্চ নির্দেশ দিয়েছে, তা ১৪১ ধারার আওতায় নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট।

যদিও সেই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি সুপ্রিম কোর্ট। যা হওয়ার সোমবার হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। তারইমধ্যে গত বুধবার (২৪ জানুয়ারি) পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতির ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র মামলায় যে রায় দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে রাজ্য সরকার 'স্পেশাল লিভ পিটিশন' (এসএলপি) দাখিল করছে বলে জানিয়েছেন কপিল সিব্বল। সেই প্রেক্ষিতে সলিসিটর জেনারেল জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারও এসএলপি দাখিল করবে। সেটা রায়ের উপর নয়, বরং যেভাবে রায় (ডিভিশন বেঞ্চের রায়) দেওয়া হয়েছে, সেটার উপর।

কী নিয়ে কলকাতা হাইকোর্টে সংঘাত শুরু হয়েছে? 

পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতির ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র মামলার রেশ ধরে সেই সংঘাত শুরু হয়েছে। কেন সেই সংঘাত শুরু হয়েছে, কবে থেকে সেই বিষয়টির সূত্রপাত হয়েছে, তা দেখে নিন।

১) বুধবার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেদিনই মৌখিকভাবে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে সওয়াল করে রাজ্য। সেই মৌখিক আবেদনের প্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। যখন ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেয়, তখনও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশের কপি আপলোড করা হয়নি।

আরও পড়ুন: Abhijit Ganguly: আদালতে সওয়াল হোক বাংলায়, সোচ্চার হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

২) কিন্তু ডিভিশন বেঞ্চ যে তাঁর নির্দেশ স্থগিতাদেশ দিয়েছে, সেটা সেদিন আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিয়ে জানাননি রাজ্যের কোনও প্রতিনিধি। সেই পরিস্থিতিতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অবিলম্বে সিবিআইকে এফআইআর দায়েরের নির্দেশ দেন।

৩) বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো এফআইআর দায়ের করে সিবিআই। সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়। তারইমধ্যে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দায়ের করা এফআইআরে স্থগিতাদেশ দেয় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। 

৪) আর তারপরই বিচারপতি সেনের বিরুদ্ধে বিষোদগার করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেদিন দুপুরেই তিনি প্রশ্ন তোলেন যে রায়ের কপি এবং আবেদনের কপি না দেখেই তাঁর নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ? সেইসঙ্গে ডিভিশন বেঞ্চের নির্দেশ 'অবৈধ' বলে দাবি করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেইসঙ্গে নিজের নির্দেশনামায় বিচারপতি সেনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। যা বেনজির বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন: Kunal attacks Justice Abhijit Ganguly: 'বিচারপতি গঙ্গোপাধ্যায় চক্ষুলজ্জাহীন, হয়েছেন জাস্টিস সিনহার উকিল', তোপ কুণালের

৫) সেই সংঘাতের পরিস্থিতিতে শুক্রবার স্বতঃপ্রণোদিতভাবে সেই বিষয়টি গ্রহণ করে সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ গঠন করা হয়। বুধবার এবং বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যা যা নির্দেশ দিয়েছে, সেগুলি খতিয়ে দেখা হবে বলে জানায় শীর্ষ আদালত। ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার বিশেষ শুনানির দিন ধার্য করা হয়।

পরবর্তী খবর

Latest News

সম্পর্কের গল্পে মুখোমুখি বিশ্বনাথ-ভাস্বর! আসছে নতুন ছবি 'অসহ্য' বাণিজ্য, প্রযুক্তি, অনেক কথাই উঠল মোদী- ভান্স আলোচনায়, কবে আসতে পারেন ট্রাম্প? শাহরুখের পর এবার বাড়ি ছাড়লেন আমিরও, মুম্বইয়ের বান্দ্রা কি তাহলে নিরাপদ নয়? অতিরিক্ত চোলাই খেতেই সব শেষ, মর্মান্তিক পরিণতি আদিবাসী গৃহবধূর, তদন্তে পুলিশ স্পেডেক্স মিশনে ফের সফল ইসরো, দ্বিতীয়বার স্পেস ডকিং লম্বা চুল চান? হাজার হাজার টাকা খরচ করবেন না! সেদ্ধ চাল দিয়েই ঘরে বানান মাস্ক ওড়িশা FCকে ৩-০ গোলে উড়িয়ে সুপার কাপ থেকে ছিটকে দিল পঞ্জাব! ৩-০ গোলুকম বধ গোয়ার বক্স অফিসে ১ কোটি ছুঁইছুঁই পুরাতনের, ১০ দিনে কিলবিল সোসাইটির আয় কত হল? গা ঢাকা দিয়েছিল পাশের রাজ্যে, মুর্শিদাবাদ হিংসায় আটক দুই ভাই ফের বড় পর্দায় ‘পিকু’! দীপিকা নন, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কোন অভিনেত্রী?

Latest nation and world News in Bangla

বাণিজ্য, প্রযুক্তি, অনেক কথাই উঠল মোদী- ভান্স আলোচনায়, কবে আসতে পারেন ট্রাম্প? স্পেডেক্স মিশনে ফের সফল ইসরো, দ্বিতীয়বার স্পেস ডকিং মার্কিন ভাইস প্রেসিডেন্টকে আলিঙ্গন করলেন মোদী, সপরিবারে দিল্লিতে, দেখুন ছবি রাহুল গান্ধী কি ব্রিটিশ নাগরিক?সওয়াল আদালতে, কেন্দ্রের কাছে জবাব তলব হাইকোর্টের ভান্স-মোদী বৈঠকের দিনে… চিনের ‘প্রকৃত বন্ধু হতে চাই ’ বার্তা ইউনুসের! ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না, ওসব ভারতের মিডিয়ার প্রোপাগান্ডা’! ‘ঘি,লেবু দিয়ে কোনওমতে…’হোয়াটস অ্যাপে কী লিখতেন খুন হওয়া প্রাক্তন ডিজিপির স্ত্রী? লম্বা দৌড় সেনসেক্সের! দালাল স্ট্রিটে রকেট উত্থান ছাঁটাইয়ের পরেও কাজের সুযোগ! বরখাস্ত শিক্ষানবীশদের কী অফার ইনফোসিসের? ২ ছাত্রনেতার ইস্তফা চাই! ইউনুসের উপদেষ্টা মণ্ডলী না ছাড়লে ব্যবস্থা নেওয়া হবে…!

IPL 2025 News in Bangla

কাটা ঘায়ে নুনের ছিটে! ইডেনে বাটলারের জলভাত ক্যাচ ছেড়ে চার রান দিলেন বৈভব তোমার ব্যাট দিয়েই অনেক রান করেছি! উপহার পেয়ে কাঁদতে কাঁদতে বিরাটকে বললেন মুশির সামনে বিয়ে নাকি? ইডেনে মরিসনের প্রশ্নে লজ্জায় লাল শুভমন গিল, কী জবাব দিলেন? গম্ভীরের দয়ায় অযোগ্য হয়েও BCCI-র কেন্দ্রীয় চুক্তি তালিকায় হর্ষিত? জানুন আসল সত্য ‘আপনারা সবাই খুব…’! IPL-এর মাঠে রাঘবকে ‘জিজু’ বলে ডাক, কী প্রতিক্রিয়া পরিনীতির পর্দার আড়ালে থেকে রোহিতকে ছন্দে ফেরালেন KKR কোচ, কেন কৃতজ্ঞতা জানালেন হিটম্যান? শ্রেয়সের সামনে কোহলির সেলিব্রেশনই শেষ নয়! PBKSকেও এবার খোঁচা দিয়ে পোস্ট RCB-র নিলামে এত টাকা নিয়ে গিয়ে কী করল CSK? IPL 2025-এ ধোনিদের ভুলটা ধরালেন রায়না-হরভজন অভিষেকের ফেরায় কি বদলাবে KKR-র ব্যর্থতার ছবি? GT-র বিরুদ্ধে নামার আগে বড় ইঙ্গিত ইডেনে হর্ষ ও ডুলকে নো-এন্ট্রি! পিচ বিতর্কে নতুন মোড়, BCCI-কে CAB-র চিঠি

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.