দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া থেকে আনা চিতাগুলির মধ্যে কয়েকটির মৃত্যু ঘিরে বেশ খানিকটা উদ্বেগে রয়েছে কেন্দ্র। ২ মাসেরও কম সময়ের মধ্যে পর পর চিতার মৃত্যু ঘিরে বেশ খানিকটা উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলছে, রাজনীতির উর্ধে উঠে তাদের কংগ্রেসশাসিত রাজস্থানে রেখে আসার কথা।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি বিআর গভাই কেন্দ্রকে জানিয়েছে, বিভিন্ন রিপোর্ট ও আর্টিক্যাল দেখে মনে হচ্ছে, ‘কুনো ন্যাশনাল পার্ক’ মনে হচ্ছে না যথেষ্ট এই বিশাল সংখ্যক চিতার পক্ষে। কেন্দ্র সরকার তাদের আলাদা কোনও অভয়ারণ্যে স্থানান্তরের কথা ভাবতে পারে। সুপ্রিম কোর্ট বলছে, ‘দুই মাসের ভিতর ৩ চিতার মৃত্যু উদ্বেগের বিষয়’। এই মৃত্যু ঘিরে বহু মিডিয়া চ্যানেল ও সংবাদপত্রে বিশেষজ্ঞদের পরামর্শ ও আর্টিক্যাল এসেছিল। সেই আর্টিক্যাল ও অন্যান্য রিপোর্টেই বলা হয়েছে যে, কুনো এতগুলি চিতার পক্ষে পর্যাপ্ত নয়। এতগুলি চিতা এক জায়গায় থাকলে তা বিপজ্জনক হিসাবে মতামত দিয়েছেন অনেকেই। কোর্ট বলছে, ‘আপনা কেন ভাবনা চিন্তা করছেন না রাজস্থান নিয়ে? শুধুমাত্র রাজস্থান বিরোধী দলের শাসকের অধীনে বলে রাজস্থানের কথা বিবেচনা করবেন না, এটা ঠিক নয়।’
( জ্ঞানবাপী মসজিদ মামলায় সুপ্রিম নির্দেশ শিবলিঙ্গ উদ্ধার বিতর্কে! কী জানানো হল?)