বাংলা নিউজ >
ঘরে বাইরে > Sunita Williams India Connection: মহাকাশে গণেশ মূর্তি নিয়ে যান, পাঠান মহাকুম্ভের ছবি- সুনীতা সত্যিই ‘ভারতের মেয়ে’!
Sunita Williams India Connection: মহাকাশে গণেশ মূর্তি নিয়ে যান, পাঠান মহাকুম্ভের ছবি- সুনীতা সত্যিই ‘ভারতের মেয়ে’!
Updated: 19 Mar 2025, 06:16 AM IST Ayan Das
মহাকাশের ‘মায়া’ কাটিয়ে ‘ঘরে’ ফিরেছেন সুনীতা উইলিয়ামস। রাত ৩ টে ৫৭ মিনিটে সুনীতাদের স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান ফ্লোরিডার কাছে মহাসাগরে নামে। তারপর বেরিয়ে আসেন মহাকাশযান থেকে। আর সেই সুনীতার বিষয়ে জানালেন তাঁর বোন ফাল্গুনী পান্ডে। কী বললেন তিনি?