এবার সিকিমে ঘুরতে গেলে খরচ করতে হবে অতিরিক্ত টাকা। ছবির মতো সুন্দর এই পাহাড়ি রাজ্যে এবার পা রাখলেই দিতে হবে প্রবেশ ফি। জানা যাচ্ছে, চলতি মাস থেকে রাজ্য সরকার পর্যটকদের জন্য ‘এন্ট্রি ফি’ বাধ্যতামূলক করেছে। তার ফলে পর্যটকদের সিকিম ঘুরতে গেলে খরচ কিছুটা বাড়বে। যদিও এই খরচ খুব বেশি নয়, একেবারে সাধ্যের মধ্যেই থাকছে। কত টাকা এরজন্য পর্যটকদের দিতে হবে? সেবিষয়ে নির্দেশিকা ইতিমধ্যেই জারি করেছে রাজ সরকার। (আরও পড়ুন: BJP শাসিত রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলা, প্রশ্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে)
আরও পড়ুন: সুস্বাস্থ্য ভবনের শিলান্যাস সিকিমের CM’র, অনুমোদন প্রত্যাহার শিলিগুড়ি পুরসভার
সিকিম সরকার পর্যটন বাণিজ্য বিধিমালা ২০২৫-এর অধীনে এই নতুন নিয়ম চালু করেছে। তাতে পর্যটকদের সিকিম ভ্রমণের সময় প্রবেশ ফি বাধ্যতামূলক করা হয়েছে। তবে পাঁচ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে এই ফি লাগবে না। জানা যাচ্ছে, মার্চ মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করেছে সিকিম সরকার। এই বাবদ পর্যটক পিছু ৫০ টাকা করে প্রবেশ ফি নেবে সিকিম সরকার। যেহেতু সিকিম একটি পর্যটন নির্ভর রাজ্য, তাই পর্যটন শিল্পের আরও প্রসার এবং পরিকাঠামাগত উন্নয়নের জন্য এই ফি ধার্য করা হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। (আরও পড়ুন: বালোচিস্তানের নেই ঠিক, 'কাশ্মীর বুলি' পাকিস্তানের মুখে, জোর 'ধমক' ভারতের)
কীভাবে নেওয়া হবে প্রবেশ ফি?
আধিকারিকরা জানিয়েছেন, হোটেলে চেক ইনের সময় পর্যটকদের কাছ থেকে এই ফি সংগ্রহ করে ট্যুরিজম সাসটেইনেবিলিটি ডেভেলপমেন্ট (টিএসডি) তহবিলে জমা করা হবে। এই তহবিলের অর্থ বিশেষভাবে পর্যটন পরিকাঠামো উন্নত করা, সড়ক যোগাযোগ উন্নত করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রাজ্য জুড়ে পর্যটকদের উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রকল্পগুলিকে সমর্থন করার জন্য তৈরি করা হয়েছে। (আরও পড়ুন: বরোদায় মহিলাকে পিষে 'নিকিতা' বলে চেঁচায় সেই চালক, কে এই 'নিকিতা'?)
আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের পালটা শুল্ক আরোপ নীতি নিয়ে উদ্বিগ্ন ইলন মাস্কের টেসলা!
জানা গিয়েছে, প্রতিদিন কিন্তু সিকিমে থাকার জন্য পর্যটকদের এই ফি দিতে হবে না। কোনও পর্যটক যদি ৩০ দিনের জন্য থাকেন তাহলে শুধুমাত্র একবারই এই ফি দিতে হবে। তবে ৩০ দিনের বেশি হলেই ফের ফি দিতে হবে পর্যটকদের। রাজ্য সরকার জানিয়েছে, দেশীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যটকদের জন্য আরও আরামদায়ক এবং পরিবেশ সচেতন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত পর্যটন সুবিধা এবং মসৃণ সড়ক পরিষেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের উদ্দেশ্যে এই অর্থ নেওয়া হবে।