প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, কংগ্রেস অবাস্তব প্রতিশ্রুতি করে এবং পরে তা পূরণ করতে ব্যর্থ হয়। মোদীর সেই অভিযোগের জবাব দিতে এবার ময়দানে নেমেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এই নিয়ে তিনি কর্ণাটকে বিজেপির পূর্বতন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন।
কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ, কর্ণাটক, তেলঙ্গানার উদাহরণ টেনে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, কংগ্রেস অবাস্তব প্রতিশ্রুতি করে এবং পরে তা পূরণ করতে ব্যর্থ হয়। মোদীর সেই অভিযোগের জবাব দিতে এবার ময়দানে নেমেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এই নিয়ে তিনি কর্ণাটকে বিজেপির পূর্বতন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। পাশাপাশি নিজের সরকারের হিসেব কষে দেখান। (আরও পড়ুন: অরুণাচল সীমান্তে দিওয়ালি পালন রিজিজুর, কথা বললেন চিনা জওয়ানদের সঙ্গেও)
সিদ্দারামাইয়া নিজের পোস্টে লেখেন, 'নরেন্দ্র মোদীর উচিত কংগ্রেসের দিকে আঙুল তোলার আগে কর্ণাটক বিজেপির কীর্তি নিয়ে আলোচনা করা। আমরা আমাদের জগগণকে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করছি। ৫২ হাজার কোটির বাজেট দিয়ে আমরা আমাদের ৫ প্রতিশ্রুতি পূরণ করেছি। এছাড়াও রাজস্ব খাতে আরও ৫২,৯০৩ কোটি টাকা খরচ করে কর্ণাটকের ভবিষ্যৎ গড়ে তুলব আমরা। আর বিজেপি এই কর্ণাটকে ৪০% কমিশনের দুর্নীতি করে গিয়েছিল। রাজ্যের সব সম্পদ নষ্ট করে দিয়ে গেছে। তা মানুষের জীবন বদলে দেওয়ার জন্য কাজে লাগানো যেত। আমরা সেই ৪০ শতাংশই এখন মানুষের কল্যাণে খরচ করছি। এখানে আপনাদের কী অবদান ছিল? এখানে বিজেপি শুধু দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। এর জেরে কর্ণাটক আজ ঋণগ্রস্ত। আর এখন নিজেদের ব্যর্থতা লুকোতে পালটা প্রচার করছেন?' (আরও পড়ুন: লাদাখের ডেমচকে টহল শুরু সেনার, ২০২০ সালের সংঘাতের আগের অবস্থানে কি ফিরল ভারত?)