বাংলা নিউজ > ঘরে বাইরে > লম্বায় একটি ট্রাকের সমান! জীবাশ্ম থেকে মিলল ডাইনোসরের বিশাল পূর্বপুরুষের হদিশ
পরবর্তী খবর
লম্বায় একটি ট্রাকের সমান! জীবাশ্ম থেকে মিলল ডাইনোসরের বিশাল পূর্বপুরুষের হদিশ
1 মিনিটে পড়ুন Updated: 29 Dec 2022, 08:23 AM ISTSoumick Majumdar
জীবাশ্ম কিন্তু বহু আগেই পেয়েছিলেন গবেষকরা। ১৯৮৭ সালে ব্রাজিলের সাও পাওলো রাজ্যের মন্টে অল্টো অঞ্চল থেকে সেই জীবাশ্ম মেলে।গবেষণা পত্রে বিজ্ঞানীরা লিখেছেন, আকারে সুবিশাল। আর এর কামড়ও বেশ শক্তিশালী ছিল বলে আন্দাজ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, এটি উভচর ছিল।
শিল্পীর কল্পনায়। সৌজন্যে টুইটার
আজ থেকে প্রায় ৬.৬-৭.২ কোটি বছর আগেকার কথা। ব্রাজিলের জলে ঘুরে বেড়াত দৈত্যাকার এক প্রজাতির কুমির। তাকে বর্তমান কুমিরদের পূর্বপুরুষ বলা যেতে পারে। কোটি কোটি বছর আগের, পৃথিবীর সেই বাসিন্দারই হদিশ পেলেন বিজ্ঞানীরা।
এর জীবাশ্ম কিন্তু বহু আগেই পেয়েছিলেন গবেষকরা। ১৯৮৭ সালে ব্রাজিলের সাও পাওলো রাজ্যের মন্টে অল্টো অঞ্চল থেকে সেই জীবাশ্ম মেলে। তাতে এই সরীসৃপের দেহের ডান দিকের বেশিরভাগ অংশ আংশিকভাবে সংরক্ষিত অবস্থায় মেলে। জীবাশ্মতে মাথার খুলির উপরের অংশটারও হদিশ মেলে।
বিশালাকার এই জীবাশ্ম দেখে প্রাথমিকভাবে সেটি টাইটানোসর নামক এক ডাইনোসরের খুলি ভেবে ধারণা করেছিলেন গবেষকরা। কিন্তু পরে দেখা যায়, সেটি একটি বিশালাকার কুমিরের মাথার খুলির অংশ। টাইটানোসরের থেকে একেবারে আলাদা।
দৈত্যাকার এই প্রাণী সম্ভবত নিওসুচিয়া গোষ্ঠীর অন্তর্গত। বর্তমানে আমরা যে কুমির দেখি, এই নিওসুচিয়ারা হল তাঁদেরই নিকটতম পূর্বপুরুষ।
বিজ্ঞানীদের ধারণা, এই প্রাণীটিও সম্ভবত উভচর ছিল। বর্তমান কুমিরের মতোই জলে-ডাঙায় দুই স্থানেই তার বিচরণ থাকতে পারে।
জীবাশ্মের মাধ্যমে প্রাণীটির খণ্ডমাত্রই মিলেছে বটে। কিন্তু তার থেকেই বেশ কিছু অদেখা বিষয় নজরে পড়ে গবেষকদের। আর সেই কারণেই গবেষকরা বুঝতে পারেন যে, এটি সম্পূর্ণ নতুন কোনও প্রাণী।