ফের একবার ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর অভিযোগ করল রাশিয়া। শুক্রবার (১৪ মার্চ, ২০২৫) তাদের পক্ষ থেকে দাবি করা হয়, মস্কোকে লক্ষ্য করে এদিন ফের আকাশপথে হামলা চালানো হয়েছে। নিশানা করা হয়েছে শহরের একাধিক বহুতলকে। যার মধ্য়ে একটি নাকি ক্রেমলিনের 'নাকের ডগায়' বলেও জানিয়েছে রুশ প্রশাসন।
এই অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ মস্কো সফরে এসে ঘুরে গিয়েছেন বলে শোনা যাচ্ছে। দাবি করা হচ্ছে, তিনি নাকি রুশ আধিকারিকদের সঙ্গে অত্যন্ত গোপন সব আলোচনা করবেন। আর সেই প্রেক্ষাপটে ফের একবার রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে আকাশপথে ড্রোন হামলা বাড়াচ্ছে বলে সূত্রের তরফে দাবি করা হচ্ছে।
যদিও আমেরিকার বর্তমান সরকারের দাবি, তারা এই যুদ্ধ বন্ধ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। সেই কারণেই নাকি ট্রাম্পের দূত পুতিনের দেশে এসেছেন।
মস্কো শহরের মেয়র সেরগেই সবিয়ানিন শুক্রবার দাবি করেন, রুশ বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে চারটি ড্রোন প্রতিহত করা হয় এবং হামলার লক্ষ্যস্থলগুলিতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী ও আধিকারিকদের মোতায়েন করা হয়।
আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতেইভ আবার দাবি করেছেন, এই ড্রোন হামলার ফলে রাশিয়ার অন্যতম বৃহৎ তৈল শোধনাগারকেন্দ্র - তুয়াপসের একটি জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ আগুন লেগে যায়। এর ফলে ১,০০০ বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে আগুন জ্বলতে থাকে। তবে, এই ঘটনায় কারও মৃত্যু হয়নি। সেই আগুন নেভাতে ১২১ জন কর্মীকে নিযুক্ত করা হয়েছে।
এছাড়াও, সোশাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিয়ো পোস্ট করা হয়েছে - যেগুলিতে ক্ষতিগ্রস্ত বহুতলের অবস্থা তুলে ধরা হয়েছে। দাবি করা হচ্ছে, শুক্রবারের ড্রোন হামলার ফলেই এই সমস্ত ঘটনা ঘটেছে। ব্লুমবার্গের প্রকাশ করা প্রতিবেদন অনুসারে, হামলাস্থলের মাত্র ২ কিলোমিটারের মধ্যেই রয়েছে রাশিয়ার বিদেশ মন্ত্রকের দফতর এবং ৪ কিলোমিটারের মধ্যে রয়েছে ক্রেমলিন।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার রাশিয়াকে লক্ষ্য করে ৩৩৭টিরও বেশি ড্রোন হামলা করেছিল ইউক্রেন। যার মধ্যে ৯১টি ড্রোনের লক্ষ্যস্থল ছিল শুধুমাত্র মস্কো।
এদিকে, রাশিয়ায় যে আমেরিকার দূত গোপনে আসছেন বা এসেছেন বিশেষ আলোচনা সারতে, সেই তথ্য সামনে এনেছে সরকারি সংবাদমাধ্যম নভোস্তি। ফ্লাইট ট্র্যাকিং ডাটা বিশ্লেষণ করে তারা এই তথ্য পেশ করেছে বলে দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, যে বিমানের সঙ্গে স্টিভ উইটকফের সম্পর্ক রয়েছে, সেটিকে ভোররাত ২টো নাগাদ মস্কো ছেড়ে উড়ে যেতে দেখা গিয়েছে।
অন্যদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও এর আগে জানিয়েছিলেন যে বৃহস্পতিবার হয়তো কোনও মার্কিন মধ্যস্থতাকারী রাশিয়ায় আসতে পারেন।