
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সামনেই পাঁচরাজ্যের ভোটের ফলাফল। দুই শিবিরে টানটান উত্তেজনা। তার মধ্যেই প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র ইঙ্গিত দিলেন এবার রাজনীতিতে নামতে চান তিনি। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন,কেন্দ্রীয় এজেন্সি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে। প্রসঙ্গত তাঁর বিরুদ্ধে বিকানির ও ফরিদাবাদে জমি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। তবে রাজনীতিতে নামার বিষয়টি সবটাই পরিবারের সম্মতির উপর নির্ভর করছে। তিনি বলেন, 'যদি আমি মানুষের জন্য কাজ করি যেটা ১০ বছর ধরে করে আসছি তবে সেই ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীরা, যারা অসহায়ভাবে রাস্তায় পড়ে থাকেন, অথবা সম্বলহীন বয়স্করা আমায় আশীর্বাদ করবেন। যতটা সম্ভব তাদের পাশে থাকার চেষ্টা করব।তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি বিষয়টি দেখছি না।'
তিনি বলেন, 'যদি আগামীদিনে আমি রাজনীতিতে যোগ দিই, আমি মনে করি আরও বৃহত্তর ক্ষেত্রে মানুষের সেবা করতে পারব। সরকার যদি সমস্যা তৈরি না করে তবে ওরা(বিজেপি) আমাকে ব্য়বসার পথ থেকে সরাতে পারবে না, রাজনৈতিক পরিবার থেকে সরাতে পারবে না। যখনই তারা কোণঠাসা হয়, তখনই আমার বিরুদ্ধে ওরা মিথ্যা অভিযোগ তোলে। সেকারণে মাঝেমধ্যে ভাবছি তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য পার্লামেন্টে যেতে হবে, ভোটে লড়তে হবে। তবে এনিয়ে পরিবারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছি। যদি তারা এটা আমার জন্য ভালো মনে করেন, যদি মানুষ মনে করেন আমি বদল আনতে পারব, তবে আমি এখানে আসার কথা ভাবব।' জানিয়েছেন রবার্ট ভদ্র।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports