সম্প্রতি মায়ের সঙ্গে নিজের একটি পুরনো 'থ্রোব্যাক' ছবি শেয়ার করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। সেখানে ক্যাপশনের লেখা, 'একসময়ে এখানে মায়ের সঙ্গে কাজ করতাম।' ছবিটি সাউদাম্পটনের একটি ফার্মেসির। ঋষি সুনকের মা এই ফার্মেসির মালিক ছিলেন। কিশোর বয়সে সেখানেই কাজ করতেন ঋষি সুনক। আরও পড়ুন: 'অঙ্ক না পারলেও ক্ষতি নেই,' এই মানসিকতা রাখা চলবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
ছবিতে, অল্পবয়সী ঋষি সুনককে তাঁর মায়ের পাশে নীল ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। 'সুনক ফার্মেসি' নামের এই ফার্মেসি ১৯৮০-র দশকে শুরু করেছিলেন ঋষি সুনকের মা। তারপর থেকে প্রায় ৩০ বছরেরেও বেশি সময় ধরে স্থানীয়দের ওষুধের চাহিদা মিটিয়েছে এই ফার্মেসি।
টুইটে, ব্রিটেনের প্রধানমন্ত্রী মহামারীর সময়েও অক্লান্ত পরিশ্রম জারি রাখা সকল ফার্মাসিস্টদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সকল ফার্মাসিস্ট, যাঁরা মহামারীর সময়েও এত কঠোর পরিশ্রম করেছেন, আপনাদের ধন্যবাদ। আমার মা, জয়শ্রীও আপনাদেরই মতো একজন। সাউদাম্পটনে আমাদের পারিবারিক ফার্মেসিতে তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।’
টুইটটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনেকেই ঝষি সুনকের সাধারণ পরিবার এবং বেড়ে ওঠার সময় কঠোর পরিশ্রম এবং বাস্তব বিশ্বের ধারণা থাকার বিষয়টির প্রশংসা করেন। অনেকে তাঁদের নিজের পারিবারিক ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করার কাহিনীও তুলে ধরেন।
ঋষি সুনকের টুইট বর্তমান ব্রিটেনের প্রেক্ষিতে বেশ প্রাসঙ্গিক। মহামারীর সময় থেকে সেদেশের স্বাস্থ্য পরিষেবা বেশ চাপের সম্মুখীন হচ্ছে। ফার্মেসি এবং ফার্মাসিস্টরা জনসাধারণের প্রয়োজনীয় ওষুধের সরবরাহের অ্যাক্সেস নিশ্চিত করতে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।
স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের ফার্মেসির প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি যেন সেই কথাই আরও একবার মনে করিয়ে দেয়। আরও পড়ুন: Sudha Murthy: ‘আমার মেয়ে তাঁর স্বামীকে প্রধানমন্ত্রী করেছেন’, বক্তব্য ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তির
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক