Reliance Independence: বাজারে নতুন ব্র্যান্ড আনল রিলায়েন্স! পাবেন মুদির দোকানে Updated: 15 Dec 2022, 10:35 PM IST Soumick Majumdar ভারতে কনজিউমার প্রোডাক্টসের বাজার দ্রুত হারে বাড়ছে। মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা এবং আমজনতার ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ক্ষেত্রে ব্র্যান্ডেড খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে। সেই বাজারে নজর রেখে এই নয়া ব্র্যান্ড আনল রিলায়েন্স রিটেইল।