
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শারদোৎসবের মধ্যেই ছড়াল অশান্তি। ঘটনাস্থল দক্ষিণ ভারতের হায়দরাবাদ। অভিযোগ, স্থানীয় একটি পুজো মণ্ডপে দেবী দুর্গার প্রতিমার একাংশ ভেঙে দেওয়া হয়। কে বা কারা এই অপকর্ম ঘটিয়েছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে, শুক্রবার সকাল হতেই বিষয়টি সকলের নজরে আসে। এরপরই এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
হায়দরাবাদের নমপল্লি এগজিবিশন গ্রাউন্ডসে এই পুজোর আয়োজন করা হয়েছে। এই এলাকাটি পড়ছে বেগম বাজার থানার অধীনে। স্বাভাবিকভাবেই দুর্গা প্রতিমা ভাঙার বিষয়টি প্রকাশ্য়ে আসার পর এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে।
সহকারী পুলিশ কমিশনার এ চন্দ্রশেখর জানিয়েছেন, দুর্গা প্রতিমার একটি হাত ভেঙে দেওয়া হয়েছে। খুব সম্ভবত, শুক্রবার ভোর রাতে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে।
চন্দ্রশেখর আরও বলেন, 'আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি। ওই এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।'
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই অনভিপ্রেত ঘটনার পরও পুজোয় বিরাম দেওয়া হয়নি। ঘটনা সামনে আসার পরই উদ্যোক্তাদের উদ্যোগে দ্রুত মূর্তির ভাঙা অংশটি সারিয়ে ফেলা হয় এবং নিয়ম অনুসারে পুজো চলতে থাকে।
তবে, এই ঘটনায় ভক্তদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাঁরা এই হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষণ এলাকার প্রধান সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। যার ফলে সাময়িকভাবে যান চলাচলে সমস্য়া হয়।
চুপ করে বসে নেই রাজনীতির কারবারিরাও। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘুরে গিয়েছেন বিজেপি নেত্রী মাধবী লতা। তাঁর হুঁশিয়ারি, এভাবে যদি বারবার হিন্দুদের উপাসনার জায়গায় হামলা করা হয়, তাহলে হিন্দুরাও চুপ করে বসে থাকবে না। তারা এর প্রতিশোধ নেবে।
তিনি বলেন, 'যেভাবে হিন্দুদের উপাসনার জায়গায় বারবার আক্রমণ করা হচ্ছে, তাতে এটাই হল সেই সময়, যখন হিন্দুদেরও এর জবাব দিতে হবে। ওরা (হামলাকারীরা) হয়তো ভাবছে, এভাবেই আমাদের নত করবে। কিন্তু, ওরা বারবার এমন ঘটনা ঘটিয়ে আদতে আমাদের একজোট করে দিচ্ছে। আমি ওদের সাবধান করে দিচ্ছি।'
ইতিমধ্যেই বেগম বাজার থানায় এই ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
শেষ পাওয়া খবর অনুসারে, কারা এই ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ প্রশাসন। তবে, তদন্তের গতি বাড়ানো হয়েছে। আশা করা হচ্ছে, শীঘ্রই হামলাকারীদের চিহ্নিত করে, তাদের পাকড়াও করা সম্ভব হবে। পুলিশের তরফে এই ঘটনায় আইনানুগভাবে কঠোর পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports