বিলেতে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ঘিরে বিক্ষোভ হতে পারে এই আশঙ্কাটা আগেই করেছিল তৃণমূল। আর সেই আশঙ্কাই সত্যি হয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এবারের সফরসঙ্গী হয়েছেন কুণাল ঘোষ। আরজি কর থেকে টাকা লন্ডনে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে বাংলার মুখ্য়মন্ত্রীকে। তবে বিদেশের মাটিতে বাংলার মুখ্য়মন্ত্রীকে এভাবে 'পরিকল্পিত'ভাবে প্রশ্নের মুখে ফেলা কতটা যুক্তিসংগত তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে।
তবে কুণাল ঘোষ একের পর এক পোস্ট করছেন গোটা ঘটনাকে ঘিরে।
এবার তিনি লিখেছেন,
অক্সফোর্ডে ছ'পিসের অসভ্যতা ও দর্শকদের তাড়ায় পালানো প্রসঙ্গে:
1) অক্সফোর্ডে নাকি আমন্ত্রণ ছিল না। তাহলে অক্সফোর্ডের বক্তৃতার সময় বাঁদরামির দাবি কেন?
2) গোটা হল মুখ্যমন্ত্রীকে নিয়ে উচ্ছ্বসিত, আর রাজনৈতিক সস্তা প্রচারে ছবি তুলতে আসা নাটকবাজদের অস্তিত্ব কতটুকু?
3) প্রশ্ন করার থাকলে প্রশ্নোত্তরপর্বে না করে শুরু থেকে গোলমালের চেষ্টা কেন?
4) ভারতের কেন্দ্র ও অন্যান্য রাজ্যের ক্ষেত্রে প্রশ্ন থাকলে এই সভার মাঝে বাঁদরামির অপচেষ্টা হয় না কেন?
5) বামজমানায় বানতলায় ডাঃ অনিতা দেওয়ান ধর্ষণ, খুন বা আনন্দমার্গী সন্ন্যাসীদের হত্যা, বা উন্নাও, হাথরাস নিয়ে বিলেতের সভায় অসভ্য বিপ্লবীদের বাঁদরামি কখনও শুনেছেন?
6) ছ'পিসকে ফ্ল্যাট নাটক করানো হয় লন্ডনে, অথচ বাংলায় এরা জনদরবারে প্রত্যাখ্যাত; এদের ফেবু নাটকের প্রাসঙ্গিকতা কোথায়? মহাশূন্যে ভাসমান রামবাম।