জম্মু ও কাশ্মীরের বুকে নৃশংসভাবে ২৬ পর্যটককে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ এর এই অভিশপ্ত দিনের দগদগে ক্ষত গোটা দেশের বুকে। পশ্চিমবঙ্গ সহ দেশের নানান প্রান্তের বহু বাসিন্দার প্রাণ গিয়েছে এই নারকীয় হামলায়। ঘটনার তীব্র নিন্দা করেই তাঁর শোকবার্তায় মোদী সাফ জানান, হামলাকারীদের 'রেয়াত করা হবে না'। উল্লেখ্য, বর্তমানে নরেন্দ্র মোদী রয়েছেন সৌদি আরবে। মঙ্গলবারই তিনি সৌদি সফরে রওনা হয়ে যান।
জম্মু ও কাশ্মীরের বুকে পর্যটকদের উপর এই নৃশংস হামলার খবর পেতে সৌদি আরব থেকে শোকবার্তা জানান মোদী। জানা যায়, ঘটনার খবর পেতেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নির্দেশ দেন যাতে তিনি শ্রীনগর পৌঁছন। সেই মতো দিল্লি ছেড়ে শ্রীনগরের উদ্দেশে রওনা হন অমিত শাহ। এদিকে, একাধিক কর্মসূচি নিয়ে সৌদি আরবে পৌঁছানো মোদী, সফরের মাঝেই নিয়ে নিলেন বড় সিদ্ধান্ত। বেশ কিছু সূত্রের দাবি, সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরছেন মোদী। শোনা যাচ্ছে, তিনি আগামিকাল, অর্থাৎ বুধবারই ভারতে ফিরে আসছেন। শোনা যাচ্ছে সকালেই তিনি দেশে ফিরছেন। মনে করা হচ্ছে, তিনি দিল্লিতে পা রাখতেই কোনও উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে। এদিকে, সন্ধ্যা গড়াতেই শ্রীনগরে পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সেখানে পৌঁছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, পুলিশের ডিজি, লেফ্টন্যানট গভর্নর সহ বিশিষ্টদের সঙ্গ বসে বৈঠক করেন। এদিকে, এই পরিস্থিতির মাঝেই চিনার কর্পস জানিয়েছে, পহেলগাঁও এলাকায় সেনা ও জম্মু ও কাশ্মীরের পুলিশের যৌথ বাহিনী সার্চ অপারেশন শুরু করে দিয়েছে।
জানা গিয়েছে, এই হামলার দায় কাশ্মীরের রেজিসটেন্স ফোর্স নিয়েছে। মূলত, পাক মদতপুষ্ট লস্কর ই তৈবার ছাতার তলায় থাকে এই রেজিসটেন্স ফোর্স। এরা এই পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে। জানা গিয়েছে, পহেলগাঁওয়ের বাইসরানে যখন পর্যটকরা নৈস্বর্গিক সৌন্দর্য উপভোগে ব্যস্ত ছিলেন, তখন জঙ্গল এলাকা থেকে এসে ৩ থেকে ৪ জন জঙ্গি হামলা চালিয়েছে। অন্তত প্রাথমিক খবরে এমনই জানা গিয়েছে। কোনও পর্যটক তখন পরিবারের সঙ্গে আনন্দ করছেন, কোথাও স্বামী স্ত্রী ভেলপুরী খাচ্ছিলেন, সেই অবস্থার মাঝেই গুলিতে পহেলগাঁওয়ের বাইসরান রক্তাক্ত করে জঙ্গিরা।