শনিবার ২৬তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানে 'সম্মানিত অতিথি' হিসাবে যোগ দিয়েছিলেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহের সাথে সাক্ষাৎ হয় মোদীর। কুয়েত সিটির জাবের আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গালফ কাপের এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কুয়েতের আমিরের আমন্ত্রণে গত চার দশকে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী উপসাগরীয় দেশটিতে দু'দিনের সফরে গিয়েছেন। এর আগে ১৯৮১ সালে কুয়েত সফরকারী শেষ ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। (আরও পড়ুন: 'এমনটা নয় যে বাংলাদেশের সব হিন্দুকে ভারতে নিয়ে আসতে হবে…', মত তথাগত রায়ের)
আরও পড়ুন: 'ধর্ম নিয়ে যারা চাপাচাপি করে…', বাংলাদেশি হিন্দুদের ওপর হামলা নিয়ে বলল জামাত
এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে করে প্রধানমন্ত্রী মোদী কুয়েতের আমিরের সাথে নিজের একটি ছবি শেয়ার করেন এবং সেখানে লিখেছেন, 'আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানের সময় কুয়েতের মহামান্য আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহের সাথে দেখা করতে পেরে আনন্দিত।' এদিকে বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ফলে উভয় দেশের প্রধানই একে অপরের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পেয়েছেন। (আরও পড়ুন: জার্মানিতে 'প্রাক্তন মুসলিমের' হামলায় আহত ৭ ভারতীয়, ঘটনায় মুখ খুলল দিল্লি)
আরও পড়ুন: 'ভারতকে খাটো করে দেখবেন না', বাংলাদেশকে কড়া ভাষায় হুঁশিয়ারি মিঠুনের
কুয়েত দ্বিবার্ষিক আরব উপসাগরীয় কাপের আয়োজন করে, যার মধ্যে ইরাক এবং ইয়েমেন সহ আটটি দেশ রয়েছে। উদ্বোধনী ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে কুয়েত। এই ফুটবল টুর্নামেন্টটি এই অঞ্চলের অন্যতম বিশিষ্ট ক্রীড়া ইভেন্ট। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে কুয়েত সবচেয়ে বেশিবার এটি জিতেছে। টুর্নামেন্ট শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত দেশকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে আরব গালফ কাপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো।