বাংলা নিউজ > ঘরে বাইরে > Pakistani Terrorist Killed by Unknown Gunmen: পাকিস্তানে খতম আরও এক ভারত বিরোধী, অজ্ঞাত বন্দুকবাজের ভয়ে ঘুম উড়ল মাসুদের
পরবর্তী খবর
পাকিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকবজের হামলায় বিগত দিনে এের পর এক ভারত বিরোধী সন্ত্রাসী নেতা খতম হয়েছে। আর কয়েকদিন আগে ফের এক ভারত বিরোধী জঙ্গিকে খতম করা হল পারিস্তানের মাটিতে। রিপোর্ট অনুযায়ী, জইশ-ই-মহম্মদ প্রধান মওলানা মাসুদ আজহারের আত্মীয় কারি এজাজ আবিদকে হত্যা করা হয়েছে পেশাওয়ারের। খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশাওয়ারের পিসখারা এলাকায় মসজিদ থেকে বের হওয়ার সময় হামলাকারীরা আবিদকে লক্ষ্য করে গুলি চালায়। হামলায় কারি এজাজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কারি শহিদও গুরুতর জখম হয়েছে। (আরও পড়ুন: একজন, দু'জন নয়… ৫ বাংলাদেশি সেনা কর্তার বিরুদ্ধে পদক্ষেপ ইউনুসের? কোন ছক কষছে ঢাকা?)