রবিবার পাকিস্তানের হাইকমিশনার দেখা করলেন বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে। আর সেখানেই তিনি জানিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান। প্রথম আলোর প্রতিবেদনে একথা জানা গিয়েছে। তারা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এদিকে গত কয়েকমাসে চিত্রটা ক্রমেই বদলাতে শুরু করেছে। একদিকে নানা ঘটনার জেরে বাংলাদেশ আর ভারতের মানুষের একাংশের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। আর অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করতে যেন তৎপর বাংলাদেশ।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় থাকা পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ দুই সহকর্মী নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য় আসেন। স্বাস্থ্য উপদেষ্টা ও পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের স্বাস্থ্য় ও বাণিজ্য বিষয়ে আলোচনা করেন। এ সময় পাকিস্তানের হাই কমিশনার বলেন, বাংলাদেশের ওষুধশিল্প অনেক ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী।
এদিকে প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বাংলাদেশ ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ। প্রয়োজনীয় ওষুধের প্রায় ৯৫ শতাংশ বাংলাদেশেই তৈরি হয়। এমনকী বাংলাদেশ শতাধিক দেশে ওষুধ রফতানি করে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে হাজার হাজার বাংলাদেশি চিকিৎসা করাতে আসেন ভারতে। কলকাতার পাশাপাশি, দক্ষিণ ভারতে,অসমে,ত্রিপুরারায় প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি আসনে চিকিৎসার জন্য। তাঁদের ভিড়ে থিকথিক করে ভারতের একাধিক স্বাস্থ্যকেন্দ্র। এমনকী ভারতের ওষুধের উপর তাঁদের অনেকেই নির্ভরশীল।
তবে পাকিস্তান অবশ্য বাংলাদেশ থেকেই ওষুধ আমদানি করতে চায়। সেই মতো তাঁরা আগ্রহের কথা জানিয়েছেন।
এর আগে একাধি সংবাদমাধ্য়মের রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হতে পারে বলে জানিয়েছেন ঢাকার ঢাকার উপরাষ্ট্রদূত মাহবুব উল আলম। তিনি দাবি করেছিলেন, সরাসরি এই বিমান পরিষেবা চালু হলে দুই দেশের ব্যবসায়িক দিক থেকে নতুন নতুন সুযোগ তৈরি হবে। যা দুই দেশের জন্যই লাভদায়ক।
পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই বিমান সফর খুব শিঘ্রই চালু হবে। এই বিমান পরিষেবা চালু হলে দুই দেশের বাণিজ্যিক ক্ষেত্র উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
এবার বাংলাদেশের ওষুধ নিতে আগ্রহী পাকিস্তান।এমনকী বাংলাদেশ যে ওষুধ শিল্পে ভালো সেকথাও জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার। এমনটাই সংবাদমাধ্যমের রিপোর্ট।