
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটে শান দেওয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু বলুন তো এই বিরোধী জোটের নাম কী হতে পারে? সূত্রের খবর, এই প্রস্তাবিত ফ্রন্টের নাম হতে পারে প্যাট্রিয়টিক ডেমোক্র্যাটিট অ্য়ালায়েন্স। সংক্ষেপে পিডিএ। আগামী মাসে শিমলাতে যে মিটিং হবে সেখানে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে খবর।
সিপিআই জেনারেল সেক্রেটারি ডি রাজা কর্মীদের সঙ্গে আলোচনা করার সময় এনিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন বলে খবর।
তিনি জানিয়েছেন, আগামী ১০-১২ জুলাই শিমলাতে এনিয়ে মিটিং হবে। তখন এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে হিন্দুস্তান টাইমসকে ডি রাজা জানিয়েছেন, এই জোটের নাম হতে পারে PDA, তবে এনিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। সেক্ষেত্রে নতুন এই জোটের নাম হতে প্যাট্রিয়টিক ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স। তবে ডি রাজা জানিয়েছেন, আমাদের প্রাথমিক লক্ষ্য হল এনডিএকে পরাজিত করা। আর সমস্ত বিরোধী দলের এনিয়ে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার।
ডি রাজা জানিয়েছেন, এই নতুন ফ্রন্টে ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিফলন থাকবে। সেকারণেই এই নতুন ফ্রন্টের এই নাম দেওয়া হতে পারে। তামিলনাড়ুতে সেকুলার ডেমোক্র্যাটিক ফ্রন্ট আছে, বিহারে মহাগঠবন্ধন আছে। এবার আমাদের একটা মহা বিরোধী জোট তৈরি হচ্ছে। তিনি বলেন, ২০০৪ সালে কংগ্রেস, বামেরা, অন্যান্য আঞ্চলিক দল ইউপিএ তৈরি করেছিল।
প্রসঙ্গত সেদিন মিটিং শেষ করেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমাদের বিরোধী বলবেন না আমরা দেশপ্রেমিক।
আর সেই দেশভক্তদের গণতান্ত্রিক জোট। এরকমভাবেই পরিচিতি পেতে পারে এই নয়া জোট। হিন্দুস্তান টাইমস বাংলায় মিটিংয়ের দিনই এই সংবাদ প্রকাশিত হয়েছিল।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পিডিএ নামে সীলমোহর দেওয়ার জন্য ইতিমধ্য়েই সব দিক নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আরজেডির একাধিক নেতার দাবি, নতুন ফ্রন্টের নাম নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। তবে এনিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিমলা মিটিংয়ের পরে এনিয়ে চূডান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রস্তাবিত ফ্রন্টের নাম কী হবে, এখানে কমন মিনিমাম প্রোগ্রাম কী হবে তা নিয়ে প্রাথমিক কিছু কথাবার্তা হচ্ছে।
তবে সবথেকে বড় কথা আসন সমঝোতা কীভাবে হবে? কারণ রাজ্যভেদে রাজনৈতিক সমীকরণ ভিন্ন ধরণের। সেক্ষেত্রে কীভাবে সার্বিকভাবে সিদ্ধান্তে আসা যে কঠিন সেটাও মানছেন অনেকেই।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports