
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মাঝে আর একটা দিন। তার পরই ফাঁসিতে ঝুলবে নির্ভয়ার ধর্ষকরা। তার আগে বৃহস্পতিবার তিহাড় জেলে পৌঁছলেন ফাঁসুড়ে পবন জল্লাদ। জেল সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, নির্ভয়ার চার দোষীকে একে একে ফাঁসি দেওয়া হবে।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার জেলে প্রবেশের পর ফাঁসি দিয়ে জেল থেকে বেরবেন পবন জল্লাদ। শুক্রবার দোষীদের সমান ওজের পুতুলকে ফাঁসি দিয়ে দড়ির শক্তি পরীক্ষা করবেন তিনি।
তবে শনিবার শেষ পর্যন্ত ফাঁসি হবে কি না তা নিয়ে এখনো ধন্দ রয়েছে। কারণ দোষীদের একজন রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আর্জি পাঠিয়েছে। আরেকজন সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করেছে। তবে তাতে থেমে নেই ফাঁসির প্রস্তুতি। ফাঁসির দড়ি নরম রাখতে নিয়মিত চলছে কলা ও মাখন মাখানো।
নির্ভয়ার দোষীদের ফাঁসি দিতে চেয়ে আগেই ইচ্ছা প্রকাশ করেছিলেন পবন জল্লাদ। স্বাধীনতার আগে থেকে এই পেশায় রয়েছে তাঁর পরিবার। পবন জানিয়েছিলেন, যাদের সারা দেশ ফাঁসিতে ঝুলতে দেখতে চায় তাদের ফাঁসি দিতে পারলে আমি গর্বিত হবো।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports