মামলার শুনানিতে নীরব মোদী আদালতের তিন সদস্যের ম্যাজিস্ট্রেট বেঞ্চকে বলেন, তিনি প্রতি মাসে ১০ হাজার পাউন্ড জরিমানা দেওয়া নিয়ে আদালতের নির্দেশ মেনেছেন। এরপর জেলে থাকার কারণ আদালত জানতে চাইলে নীরব আদালতকে বলেন, ‘আমি রিমান্ডে জেলে আছি এবং অভিযোগ প্রমাণিত হয়নি।’
নীরব মোদী (ফাইল ছবি, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
দীর্ঘ সময় ধরে ব্রিটেনে থাকতে হতে পারে বলে আদালতকে জানালেন পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদী। পূর্ব লন্ডনের বার্কিংসাইড ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানির সময় একথা বলেন নীরব মোদী। তাঁর বক্তব্য, কিছু আইনি প্রক্রিয়ার কারণে তাঁর প্রত্যর্পণ স্থগিত হতে পারে। সেই কারণে দীর্ঘ সময় ধরে তাঁকে বৃটেনে থাকতে হতে পারে। উল্লেখ্য, বর্তমানে বৃটেনের একটি জেলে রয়েছেন নীরব মোদী। তাঁর প্রত্যর্পণের আপিল সম্পর্কিত খরচের জন্য লন্ডনের আদালত ১.৪ কোটি টাকা জরিমানা করেছিল। বৃহস্পতিবার সেই জরিমানা সংক্রান্ত মামলার শুনানিতে জেল থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁকে হাজির করা হয়েছিল।
মামলার শুনানিতে নীরব মোদী আদালতের তিন সদস্যের ম্যাজিস্ট্রেট বেঞ্চকে বলেন, তিনি প্রতি মাসে ১০ হাজার পাউন্ড জরিমানা দেওয়া নিয়ে আদালতের নির্দেশ মেনেছেন। এরপর জেলে থাকার কারণ আদালত জানতে চাইলে নীরব আদালতকে বলেন, ‘আমি রিমান্ডে জেলে আছি এবং অভিযোগ প্রমাণিত হয়নি। ভারত সরকারের প্রত্যর্পণের অনুরোধের কারণে আমি জেলে আছি।’
নীরবের কাছে আদালত জানতে চায়, তিনি প্রত্যর্পণের প্রক্রিয়া শেষ হওয়ার সময়সীমা সম্পর্কে তিনি অবগত আছেন কিনা? তার উত্তরে তিনি বলেন, তাঁর জানা নেই। তিনি বলেন, ‘প্রত্যর্পণের জন্য মার্চের মাঝামাঝি আমাকে গ্রেফতার করা হয়েছিল। কিছু প্রক্রিয়া এখনও চলছে। যা আমার ভারতে প্রত্যর্পণকে বাধা দিতে পারে। আমার ইংল্যান্ডে দীর্ঘ সময় ধরে থাকার সম্ভাবনা রয়েছে। হয়তো ৩ মাস, ৬ মাস বা ১ বছরও হতে পারে।এদিকে, নীরবের জরিমানা সংক্রান্ত মামলাটি আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রেখেছে আদালত। ওই দিন জেল থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নীরবকে আবার আদালতে হাজির করা হতে পারে।