ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি বুধবার বারানসীর বাসিন্দা বাসিত কালাম সিদ্দিকি নামে এক যুবককে গ্রেফতার করেছে। আইসিসের সঙ্গে তার যোগ রয়েছে বলে অভিযোগ। উত্তরপ্রদেশ ও দিল্লিতে অভিযান চালিয়ে এনআইএ তাকে গ্রেফতার করেছে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, সিদ্দিকি আইসিসের ভয়েস অফ হিন্দের সদস্য। ২৪ বছর বয়সী সিদ্দিকি ভারত থেকে নতুন যুবকদের আইসিসে নিযুক্ত করেছিল।
এনআইএর মুখপাত্র জানিয়েছেন, ভয়েস অফ ইন্ডিয়া মডিউলের পর্দাফাঁস করেছিল এনআইএ। এরপর অভিযুক্ত ৬জনকে গ্রেফতার করা হয়। উমর নিসার নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছিল। নতুন একটি অনলাইন ম্যাগাজিন খোরাসানে সম্পর্কেও জানতে পারে এনআইএ।
এনআইএ জানিয়েছে, সিদ্দিকি আইসিসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল।ভয়েস অফ খোরাসানের মাধ্যমে সে আইসিসের নানা বক্তব্যকে প্রচার করত বলে অভিযোগ।আইসিসের অন্য়ান্য চক্রীদের সঙ্গে সে যোগাযোগ রেখে চলত। মূলত আফগানিস্তানে থাকা আইসিসের লোকজনের সঙ্গে তার যোগাযোগ ছিল। ব্ল্যাক পাউডার নামে একটি বিস্ফোরকের ব্যবহার সম্পর্কে সে জানার চেষ্টা করছিল বলে অভিযোগ।
এমনকী অভিযুক্ত যুবক বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণও নিয়েছিল। পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিস্ফোরণ ঘটানোর ছকও কষেছিল সে। এমনকী খোরাসান এলাকায় যুদ্ধে যাওয়ার জন্যও সে প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ।