NCERT Chandrayaan Module Controversy: চন্দ্রযান নিয়ে NCERT-র মডিউলে নাৎজি বিজ্ঞানীর উল্লেখ, সমালোচনায় বিজ্ঞান সংগঠন
1 মিনিটে পড়ুন Updated: 02 Nov 2023, 08:53 AM ISTএনসিইআরটির প্রকাশিত চন্দ্রযান মডিউলের সমালোচনায় সরব ভারতের অন্যতম বড় বিজ্ঞান সংগঠন - অল ইন্ডিয়া পিপলস সায়েন্স নেটওয়ার্ক। এই সংগঠনের ছাতার তলায় আরও ৪০টি বিজ্ঞান সংগঠন রয়েছে দেশের। সংগঠনের তরফে বলা হয়েছে, চন্দ্রযান নিয়ে যে মডিউল প্রকাশ করা হয়েছে, তা এসিইআরটি-র মানের নয়।
ইসরোর অফিসে প্রধানমন্ত্রী মোদী