মণিপুরের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। দুই মহিলাকে বিবস্ত্র করে যেভাবে রাস্তায় যেভাবে হাঁটানো হয়েছে তা নিয়ে দেশব্যাপী তীব্র নিন্দার ঝড় উঠেছে। অথচ নরেন্দ্র মোডি সরকার নিয়ন্ত্রিত জাতীয় মহিলা কমিশন সেই অভিযোগ পেয়েও কোনও পদক্ষেপ করেনি। মহিলা কমিশনের বিরুদ্ধে সম্প্রতি এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও মহিলা কমিশন কেন পদক্ষেপ করেনি? তাই নিয়ে উঠেছে প্রশ্ন। মহিলা কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনায় সরব হয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন মহল। মহিলা কমিশনও কার্যত সেই অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তবে রাজ্যের কাঁধেই সেই অভিযোগের দায় তুলে দিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।
আরও পড়ুন: প্রকাশ্যে আরও এক মণিপুরি বিভীষিকা, ২ বোনকে গণধর্ষণ করে খুন ইম্ফলে, ধৃত ০!
দুই মহিলাকে নগ্ন করে মনিপুরের রাস্তায় হাঁটানোর ভিডিয়ো বুধবার সমাজের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরেই দেশজুড়ে তার তীব্র সমালোচনা শুরু হয়েছে। মণিপুর পুলিশের দাবি, এই ছবিটি তোলা হয়েছিল গত ৪ মে। অথচ গত ১২ জুন জাতীয় মহিলা কমিশনের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছিল বলে দাবি উঠেছে। একটি সংবাদ মাধ্যমে সেই লিখিত অভিযোগ পত্রের একটি প্রতিলিপিও প্রকাশ করা হয়। সেই অভিযোগপত্রে মহিলাদের নগ্ন করে হাঁটানোর ঘটানার কথা উল্লেখ করার পাশাপাশি অন্যান্য নারী নির্যাতনের অভিযোগ জানানো হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বিতর্কে জড়িয়েছে মহিলা কমিশন। প্রশ্ন উঠেছে, এত স্পর্শকাতর একটি বিষয়ে অভিযোগ পাওয়ার পরেও মহিলা কমিশন চুপ করে কীভাবে বসে থাকল। যদিও এ বিষয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন, মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের অনেক অভিযোগই তাঁদের কাছে এসেছিল। তবে এ নিয়ে মণিপুরের বিজেপি সরকারের উপরে দায় চাপিয়েছেন রেখা শর্মা। তিনি বলেন, ‘আমরা মণিপুর সরকারের কাছে বারবার বিষয়টি জানতে চেয়েছিলাম। কিন্তু কোনও জবাব মেলেনি।’ একই সঙ্গে মণিপুর নিয়ে অনেক মিথ্যা অভিযোগ পৌঁছেছিল বলেও দাবি করেন তিনি। রেখা বলেন, ‘অনেক ক্ষেত্রেই অভিযোগকারীরা মণিপুরের বাসিন্দা ছিলেন না। এমনকী তাঁরা ভারতের নাগরিকও ছিলেন না।’
উল্লেখ্য, গত ৩ মে উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর। তারপরেই হিংসার আঁচ ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। সুপ্রিম কোর্টে এনিয়ে মামলাও চলছে। তারই মধ্যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই বিজেপি শাসিত মণিপুরের পুলিশ সক্রিয় হয়েছে। এই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ।এদিকে, মহিলা কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরেই চেয়ারপার্সন রেখা শর্মার পদত্যাগের দাবি করেছেন আম আদমি পার্টি।